Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

● কৃষি সম্প্রসারণ পরিকল্পনা তৈরি করা।

● উপজেলা অফিসারদের কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা।

● এ্যাডাপটিভ রিসার্স, মাঠ পর্যায়ের পরীক্ষা ও নতুন প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করার জন্য গবেষনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা।

● মাঠ পর্যায়ের কর্মকর্ত এবং কারিগরি উইং এর পরিচালকদের মধ্যে মূল সংযোগ রক্ষা করা এবঙ তাদেরকে তথ্য প্রদান করা ও মাঠে ব্যবহারের জন্য সম্প্রসারণ পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা।

● মৌসুমী কর্মকান্ড বার্ষিক সম্প্রসারণ কর্মসূচি পর্যালোচনা করার জন্য ডিইপিসি সভার আয়োজন ও পরিচালনা করা।

● জেলার অধীন সকল উপজেলা পরিকল্পনার বাসত্মবায়ন তদারকি করা। এজন্যে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সম্প্রসারণ ইভেন্ট পরিদর্শন করা।

● সকল স্টাফের প্রশিক্ষণ চাহিদা নিরূপন তদারক করা এবং জেলা পর্যায়ের জন্য প্রশিক্ষন প্রসত্মাব তৈরি করা।

● উপজেলা পর্যায়ের প্রশিক্ষণে সহায়তা প্রদান করা।

● জেলায় উপজেলা কৃষি কর্মকর্তাদের মাসিক সভার ব্যবস্থা করা এবং সমস্যা সমাধান, অগ্রগতি ও সম্প্রসারন কর্মকান্ড আলোচনা করা।

● জেলার সকল স্টাফ ও উপজেলা অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ রেকর্ড সংরক্ষণ করা।

● দপ্তরে কর্মরত সকল ষ্টাফের রেকর্ড সংরক্ষণ করা।

● প্রশিক্ষণ উইং এর নির্দেশমতো স্টাফদের জেলার বাইরে ট্রেনিং এ যাওয়ার অনুমতি প্রদান করা।

● জেলার মধ্যে ডিএই-এনজিও অংশীদারিত্বমূলক কর্মকান্ড পরিবীক্ষণ করা এবং উপজেলা ও জেলা স্টাফদের মধ্যে ডিএই/এনজিও যৌথ কর্মকান্ডের বিকাশ ঘটানো।

● জেলায় মানব সম্পদের ফলপ্রসূ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের কর্ম সম্পাদন ও কর্ম ব্রবস্থাপনা যাচাই করা।

● অনুমোদিত বাজেট সীমার মধ্যে জেলার ব্যয় নিয়ন্ত্রন করা। সদর দপ্তরের প্রশাসন ও পরিকল্পনা উইং এর নিকট সময়মতো মাসিক হিসাবের বিবরণী প্রেরণ করা।